কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বায়তুন নূর ফাউন্ডেশন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আর্থিকভাবে অস্বচ্ছল অথচ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ফাউন্ডেশনটি দিয়েছে এক ব্যতিক্রমী উপহার—সম্পূর্ণ ফ্রি ওমরাহ পালনের সুযোগ।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছর পবিত্র রমজান মাসে ইতেকাফ পালনকারীদের মধ্য থেকে উপযুক্তদের বাছাই করে দেওয়া হয় ওমরাহ পালনের এই সুযোগ। জীবনে একবার হলেও কাবা শরীফ জিয়ারত ও ওমরাহ পালনের স্বপ্ন দেখা হাজারো মুসলমানের জন্য এই উদ্যোগ যেন একটি আশীর্বাদ।
ফ্রি ওমরাহ পালনকারী একজন বলেন, “আমরা কখনো কল্পনাও করিনি যে জীবনে কাবা শরীফে গিয়ে ওমরাহ করার সৌভাগ্য হবে। বায়তুন নূর ফাউন্ডেশন আমাদের সেই স্বপ্ন পূরণ করেছে। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, এই প্রতিষ্ঠান যেন আরও মানুষের উপকারে আসতে পারে।”
ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ বাইজিদ বোস্তামী বলেন, “মানবসেবার সীমা শুধু খাবার, শিক্ষা বা জামাকাপড়েই সীমাবদ্ধ নয়। একজন মুসলমানের ইবাদতের আকাঙ্ক্ষাকেও মূল্য দেওয়া উচিত। আমাদের ফ্রি ওমরাহ কর্মসূচি সেই ভাবনারই বাস্তব রূপ। আমরা চাই, যাদের সামর্থ্য নেই, তারাও যেন একবার হলেও আল্লাহর ঘরে গিয়ে ইবাদতের স্বাদ নিতে পারে। ভবিষ্যতে এই কার্যক্রমকে আরও বড় পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে আমাদের।”
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বায়তুন নূর ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য বিতরণ, এতিম ও বিধবাদের সহায়তা এবং অন্যান্য মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ মেছবাহুল আলম , বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৩০২১৭৫০৫৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত