বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
[caption id="attachment_1521" align="alignnone" width="300"] [/caption]
আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন, মুখোশ এবং ঐতিহ্যবাহী পহেলা বৈশাখের সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণকারীরা বাংলা নতুন বছরকে বরণ করে নেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ মেছবাহুল আলম , বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৩০২১৭৫০৫৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত