বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন, মুখোশ এবং ঐতিহ্যবাহী পহেলা বৈশাখের সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণকারীরা বাংলা নতুন বছরকে বরণ করে নেন।