ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখা।
মঙ্গলবার (০৮ এপ্রিল) আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষাসামগ্রী উপহার প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার অফিস সম্পাদক মোঃ মোবাশ্বের রাশেদ্বীন, উপজেলা সভাপতি মোঃ আরিফুল ইসলাম এবং স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মানসিক শক্তি বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়তা করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।