প্রযুক্তিনির্ভর যুগে স্মার্টফোন ও ইলেকট্রনিক ডিভাইস আমাদের জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে। তরুণ প্রজন্মসহ সব বয়সের নারী-পুরুষ এসব ডিভাইসের মাধ্যমে বিভিন্ন কাজে যুক্ত থাকেন। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ও প্রতারকচক্র সাধারণ মানুষকে নানা প্রলোভনে ফেলে প্রতারণার ফাঁদে ফেলে দিচ্ছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ০৭ এপ্রিল সোমবার এক ফেসবুক বিবৃতিতে জানান, সাম্প্রতিক সময়ে কিছু প্রতারকচক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কলে অশালীনভাবে যুক্ত হয়ে, বিশেষ করে তুলনামূলকভাবে কম প্রযুক্তি-জ্ঞান সম্পন্ন মানুষদের প্রলুব্ধ করে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করছে। ব্যক্তিগত গোপনীয় তথ্য ফাঁসের হুমকি দিয়ে অর্থ আদায়ের ঘটনাও ঘটছে বলে জানান তিনি।
এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নিজের ও পরিবারের সুরক্ষায় অপরিচিত নম্বর বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত কারো সাথে যোগাযোগ না করাই উত্তম।”
তিনি আরও বলেন, প্রযুক্তির সুফল গ্রহণের পাশাপাশি এর কুফল থেকে নিজেকে এবং আশেপাশের মানুষকে রক্ষা করাই হবে বুদ্ধিমানের কাজ। যেকোনো ধরনের সন্দেহজনক আচরণ বা প্রতারণার শিকার হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।
##
সম্পাদক ও প্রকাশক : মোঃ মেছবাহুল আলম , বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৩০২১৭৫০৫৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত